Reported By : Binay Roy
১৫ ই আগস্ট, মঙ্গলবার, মুর্শিদাবাদ জেলাতেও সাড়ম্বরে পালিত হ'ল দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। বহরমপুরে সার্কিট হাউস চত্তরে এদিন যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি উদযাপন করা হয় মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে। আজ সকাল ঠিক ৯টা ৫ মিনিটে এখানে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষী মিত্র। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকগণ ও জেলার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান পরিবেশিত হয় সার্কিট হাউস প্রাঙ্গণে। এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের আধিকারিক, পুলিশ কর্মী ও শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।