শনিবার বহরমপুর থানার এই পুজো কমিটির পুজো উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কেশরী রাজকুমার। এবছরের থিম পাথর কেটে পুরাতন প্রাচীন মন্দির। দর্শনার্থীদের প্রতিমা দর্শনের সুযোগ করে দেওয়ার জন্যই চতুর্থীতে পুজোর উদ্বোধন বলে জানালেন, পুজো কমিটির সভাপতি মিঠু জৈইন। এবার করোনা আবহের কারনে দূর থেকে প্রতিমা দর্শনের সুযোগ করে দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুবিমল পাল, বহরমপুর পৌরসভার কোঅর্ডিনেটর নাড়ু গোপাল মুখার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
