Reported By :- News Desk
এ যেন প্রকৃত অর্থেই এক সম্প্রীতির মেলবন্ধন।”প্রচেষ্টা” স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জীবন্তীর হাজরাপাড়ায় ১০০ জন বাচ্চার হাতে পুজোয় নতুন জামাকাপড় তুলে দিলেন হাসিবুল রহমান ,সেন্টু শেখ , রাজমিম জাভেদীরা । সংস্থার প্রধান সুদীপ দে ছাড়াও সঙ্গে ছিলেন সুপর্ণা দে ,সুমন সরকার ,সূর্য কুমার দীক্ষিত । পুজোর মরসুমে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সম্প্রীতির আবহ ছড়িয়ে দিলেন প্রচেষ্টার কর্মীরা