Reported By : Masud Rana
১৯ ই আগস্ট, শনিবার, পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামীন এলাকা থেকে পড়াশুনার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতার কর্মকার পাড়ার ছেলে হিমাংশু কর্মকার। এক ভাই, এক বোন এবং মাকে নিয়েই সংসার। বাবার মৃত্যু হয়েছে দশ বছর আগে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্থানীয় স্কুলে পড়াশুনা করলেও ষষ্ঠ শ্রেণী থেকেই মেধাবী হিমাংশুর পড়াশুনা শুরু নবোদয় বিদ্যালয় থেকে। তারপর থেকেই এখনও পর্যন্ত বাইরেই পড়াশুনা করে যাচ্ছে হিমাংশু। বড় দিদিও কলকাতায় পড়াশুনা করেন। মা স্থানীয় শেরপুর শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা। মধ্যবিত্ত পরিবারের সন্তান হিমাংশু কর্মকার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে মাস্টার ডিগ্রি সম্পন্ন করার পর সম্প্রতি মাস দুয়েক আগে পিএইচডিতে ভর্তি হন। শুক্রবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় হিমাংশুর গ্রেপ্তারের খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই এলাকায় যেন আলোড়ন তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, হিমাংশু খুব ভালো ছেলে। কিন্তু কিভাবে এই অঘটন ঘটলো আমরা বুঝিয়ে উঠতে পারছিনা । এদিকে গ্রেপ্তারের পর থেকেই সামশেরগঞ্জের নিমতিতার কর্মকারপাড়ায় অবস্থিত হিমাংশুর বাড়িতে তালা পড়েছে। মাও নেই বাড়িতে। স্বাভাবিক কারনেই পরিবারের কোনো সদস্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।