মহা পঞ্চমীতে রবিবার বীরভূমের জোনাকি ক্লাবের দুর্গা পুজোর উদ্বোধন করা হলো। এদিন এই দুর্গা পুজোর উদ্বোধন হলো ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। বীরভূমের সিউড়ির জোনাকি ক্লাব ছাড়াও এদিন দুবরাজপুরের ডিএসএ এবং রামপুরহাটের ভাঁড়শালা দুর্গা পুজোর উদ্বোধন হয় ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভার্চুয়ালি মোট ২৩৭ টি দুর্গা পুজোর উদ্বোধন করেন। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে সিউড়িতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায়, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।