Reported By : Binay Roy
২০ শে আগস্ট, রবিবার, সাতসকালে বোমা বিস্ফোরণে উড়ে গেলো ICDS কেন্দ্রের ছাদ। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। রবিবার সকালে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার লক্ষ্মীজোলা গ্রামের ঘটনা। যদিও বন্ধ থাকা ওই ICDS কেন্দ্রে বোমা বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বোমা বিস্ফোরণের তীব্রতায় এদিন সকালে কেঁপে ওঠে সারা এলাকা। বিস্ফোরণে উড়ে গিয়েছে ওই শিশু শিক্ষা কেন্দ্রের ছাদ, ধোঁয়ায় ছেয়ে গিয়েছে সারা এলাকা। ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ওই ICDS কেন্দ্রে রাখা বোমা কোনো কারণ বশত ফেটে যায় বলে অনুমান গ্রামবাসী ও পুলিশের। যদিও এই ঘটনায় কে বা কারা জড়িত, কেনই বা শিশু শিক্ষা কেন্দ্রের মতো জায়গায় রাখা হয়েছিলো বোমা- বিষয়টি এখনও পর্যন্ত রয়েছে ধোঁয়াশায়। সম্পূর্ণ ঘটনায় স্বাভাবিকভাবে রীতিমতো আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে ওই এলাকায়।