Reported By : Masud Rana
২০ শে আগস্ট, রবিবার, ট্রেন দূর্ঘটনায় মৃত্যু হল ডোমকলের এক শ্রমিকের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বেলঘরিয়া রেল ষ্টেশন এলাকায়। মৃত ঐ শ্রমিকের নাম রেজা হোসেন মন্ডল। তার বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের শিবনগর দাদনপাড়া এলাকায়। ঐ ঘটনার খবর গ্রামের বাড়ি পৌছাতেই কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকজন।
জানা গেছে, দীর্ঘ 30 বছরের বেশী সময় ধরে বারাসাত এলাকায় শ্রমিকের কাজ করত রেজা হোসেন মন্ডল। শেষ মাস খানেক আগে ফের একিই জাইগায় কাজে যায়। বর্তমানে টাইলস মিস্ত্রির কাজ করত সে। সেই মতো শনিবার বাড়িতে কথা বলে কাজের উদ্দেশ্য বেরিয়ে যায়। কিন্তু কাজের সাইট একটু দুরে থাকার কারনে ট্রেনেই যাতায়াত করে। হঠাৎ বেলঘরিয়া রেল ষ্টেশনের কাছে ঘটে যায় ট্রেন দূর্ঘটনা। ফলে সেখানেই মৃত্যু হয় তার।