Reported By:- News Desk
অতিমারির দীর্ঘ সময়ের মধ্যেই উপস্থিত শারদউৎসব।সংহতি ক্লাবও সামিল উৎসবে। ক্লাবের ৬৭ বছরের পুজোর শুভ উদ্বোধন হয়ে গেল চতুর্থীর সন্ধ্যায়। উপস্থিত ছিলেন দেবাশীষ কুমার ,মালা রায় , রতন দে’ র মত বিশিষ্ট জনেরা ।সংহতি ক্লাবের এই পুজোয় হাত বাড়িয়ে দিয়েছে “মুমাফ স্টাইল জোন” এবং “স্বপ্নপূরণ” । ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে , সবাই আনন্দে মেতে উঠলেও মেনে চলা হচ্ছে কোভিডবিধি।