Skip to content
‘নাজিয়া’ প্রতিবাদের আরেক নাম

‘নাজিয়া’ প্রতিবাদের আরেক নাম

Reported By : News Desk
২০ শে আগস্ট, রবিবার, বহরমপুরে মোহন মলের সামনে অনুষ্ঠিত 'নাজিয়া' মেয়েদের প্রতিবাদের এক নাম। যেসব মেয়েরা সমাজে প্রতিদিন প্রতিনিয়ত মানসিক বা শারীরিকভাবে অত্যাচারিত হচ্ছে তাদেরই প্রতিবাদের নাম হল নাজিয়া। তাই 'নাজিয়া' শুধুমাত্র একটি নাটক নয় ; এটি হল প্রতিবাদের ভাষা। ফলে আশা করা যায়, ভবিষ্যতে এটি নাট্য জগতে তথা বহরমপুর শহরেও বিপ্লব আনতে পারে।

Leave a Reply

error: Content is protected !!