Reported By : তুষার কান্তি খাঁ
২১ শে আগস্ট, সোমবার, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো ফারাক্কাতেও জাতি শংসাপত্র জাল করে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে। এই মামলা হওয়ার কারণে মামলা কারীর উপর বিভিন্নভাবে হুমকি দিচ্ছে তৃণমূল। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের দমন করতে চাইছে তারা। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিআই(এম)। এদিন এই ঘটনার প্রকৃত তদন্ত ও বিচার চেয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন মুর্শিদাবাদ জেলা বামফ্রন্ট চেয়ারম্যান তথা সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামিরমোল্লা । তিনি বলেন, "তৃণমূল প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের নানাভাবে হুমকি দিচ্ছে। বিরোধীদের মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে পুলিশ। এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি মানুষ গণতান্ত্রিক অধিকার যাতে প্রয়োগ করতে পারে তার আবেদন জানান। তিনি বলেন, প্রশাসন যদি কোন ব্যবস্থা না নেয়, তাহলে বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখতে হবে ।"