Skip to content
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

Reported By : Binay Roy
২২ শে আগস্ট, মঙ্গলবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি বললেন, ভারতবর্ষের সরকার বলেছিল ২০২২ সালের মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ করে দেওয়া হবে। কিন্তু আজকে ভারতবর্ষে প্রতি ঘন্টায় গড়ে প্রায় ২৯ জন কৃষক আত্মহত্যা করে। কারণ ফসলের ন্যায্য দাম তারা পায় না। এই ভারতবর্ষের সরকার আমদানি ও রপ্তানির বাজার তৈরি করে বিশেষ কিছু ব্যবসায়ীদের সুবিধার্থে। আজকে সবকিছুর দাম বিশেষ করে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির পেছনে কারণ হল ভারতবর্ষের সরকার রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে। রাশিয়া যত শতাংশ তেল বিদেশের বাজারে রপ্তানি করে তার মধ্যে ২০-২৫% তেল ভারতবর্ষে আসে। কিন্তু রাশিয়া থেকে তেল কেনার পর সেই তেলকে শোধন করে ইউরোপের বাজারে পাঠাচ্ছে দু তিনটে কোম্পানি। তার মধ্যে একটি হল আম্বানিদের কোম্পানি। এরপর তিনি আরও বললেন, ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ; এই যে অজুহাত করে ভারতবর্ষে তেলের দর বাড়ানো হয়েছিল, সেই রাশিয়া তার কাছ থেকে ইউরোপ, আমেরিকা তেল কিনছে না। অথচ তাদের দেশে তেলের প্রয়োজন। তাহলে প্রশ্ন হল, সেই ইউরোপ দেশের তেলের প্রয়োজন মেটাচ্ছে কে? ভারতবর্ষের কয়েকটা তেল উৎপাদনকারী বেসরকারি সংস্থা। কিন্তু এর ফলে এই বেসরকারি সংস্থাগুলি কি সুবিধা নিচ্ছে? রাশিয়া থেকে যে সস্তায় তেল আসছে সেই তেল তারা নিচ্ছে শোধন করছে ইউরোপের বাজারে পাঠাচ্ছে। কিন্তু এতে আমাদের দেশের বেসরকারি সংস্থাগুলি লাভবান হলেও সরকারি সংস্থাগুলির কোন ভাগীদারি নেই। আর তাই বিশ্বের বাজারে তেলের দাম কম হলেও আমাদের বাজারে তেলের দাম কমছে না।

Leave a Reply

error: Content is protected !!