স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ খুনের ঘটনায় রায়দান আজও ঝুলে থাকল

স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ খুনের ঘটনায় রায়দান আজও ঝুলে থাকল

Reported By : Binay Roy
২২ শে আগস্ট, মঙ্গলবার, স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ খুনের ঘটনায় রায়দান আজও ঝুলে থাকল। আগামীকাল বুধবার বিচারের রায়দান প্রকাশ করবেন বিচারক। রায়দান না হওয়ায় হতাশ বিচারপ্রার্থী স্কুল শিক্ষকের মা। প্রসঙ্গত ২০১৯ সালের বিজয়া দশমীর দিন খুন হন বন্ধুপ্রকাশ পাল তাঁর অন্ত:সত্ত্বা স্ত্রী ও এক ছেলে। ঘটনায় মূল অভিযুক্ত উৎপল বেহারেকা জেল হেফাজতে রেখেই বিচারপর্ব চলছিল। আজ রায়দানের কথা থাকলেও বিশেষ কারণ দেখিয়ে রায়দান স্থগিত রাখা হলো।

Leave a Reply

error: Content is protected !!