Skip to content
নিম্ন মানের সামগ্রী দিয়ে পিচ রাস্তা তৈরির প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

নিম্ন মানের সামগ্রী দিয়ে পিচ রাস্তা তৈরির প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

Reported By : Masud Rana
২২ শে আগস্ট, মঙ্গলবার, নিম্ন মানের সামগ্রী দিয়ে পিচ রাস্তা তৈরির প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। জলঙ্গী ব্লকের দেবীপুর অঞ্চলের জয়পুর গ্রামের কালামের মোড় থেকে বালিবোনা মাঠ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পিচ রাস্তার কাজ শুরু হয়েছে। সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না এই অভিযোগে রাস্তার কাজ আটকে দেয় গ্রামবাসীরা। ঘটনার পর জয়পুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গ্রামবাসীদের অভিযোগ,দীর্ঘদিন পর এই রাস্তাটা আমরা পেয়েছি।তা স্বত্তেও ঠিকভাবে কাজ করা হচ্ছে না। সিডিউলে তিন ইঞ্চি পুরু রাস্তা হওয়ার কথা কিন্তু সেটা করা হচ্ছে না। দেড় থেকে দুই ইঞ্চি রাস্তা করা হচ্ছে। তাদের আরো দাবি,এভাবে রাস্তা হলে বেশিদিন রাস্তা টিকবে না। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন ধনিরামপুর বাজার ঘাটে যায়। জয়পুর এলাকার ছাত্রছাত্রীরা কাজীপাড়া হাইস্কুলে যায়। সেক্ষেত্রে সঠিক কাজ না হলে সমস্যায় পড়বে সাধারণ মানুষ। গ্রামবাসীদের দাবি,সিডিউল অনুযায়ী কাজ করা হোক।

Leave a Reply

error: Content is protected !!