Reported By : Binay Roy
২৪ শে আগস্ট, বৃহস্পতিবার, ২০১৯ সালে, দশমীর সেই দুপুরে ৪ টি খুনের ঘটনা ঘটেছিল জিয়াগঞ্জের লেবুবাগান এলাকায় । অবশেষে বৃহস্পতিবার সেই খুনের ঘটনায় রায় ঘোষণা করা হল। এদিন বহরমপুরে ফাস্ট ট্র্যাক কোর্টে হয় শুনানি। ধৃত উৎপল বেহরার ফাঁসির আদেশ দিয়েছেন বহরমপুর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সন্তোষ কুমার পাঠক। গত মঙ্গলবার দোষী সাব্যস্ত হয়েছিল ধৃত উৎপল বেহরাকে। জানা গেছে, ২০১৯ সালের ৮ অক্টোবর, দশমীর দুপুরে জিয়াগঞ্জের লেবুবাগান এলাকায় নিজের বাড়িতে খুন হন শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, শিক্ষকের স্ত্রী বিউটি পাল মণ্ডল ও তাদের ৭ বছরের সন্তান বন্ধুঅঙ্গন পাল । সেই সময় অন্তস্বত্বা ছিলেন শিক্ষকের স্ত্রী। ঘটনায় আগেই উৎপল বেহরাকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ তদন্তের পর আগেই আইপিসি’র ৩০২ ও ২০১ ধারায় দায়ের হয়েছে চার্জশিট। এদিন হল রায় ঘোষণা।