Reported By : Masud Rana
২৬ শে আগস্ট, শনিবার, মুর্শিদাবাদের ডোমকলে নব নির্বাচিত পঞ্চায়েতের সদস্য-সদস্যা বৃন্দের পঞ্চায়েত ব্যাবস্থার উন্নয়ন ও গঠন মূলক প্রাথমিক ধারণা সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মূলত পঞ্চায়েত এলাকায় কিভাবে কাজ করবে এবং কি কি বিষয়ের উপর উন্নয়ন মূলক কাজ করতে হবে সেই বিষয়ে আলোচনা করেন ডোমকল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকরা, বর্তমান সরকার কি কি উন্নয়ন করছেন সেই বিষয়েও আলোচনা করা হয়, শুধু তাই নয়, এই অনুষঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক মূলক আলোচনা করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম, রাণীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন, ডোমকল মহকুমা শাসক সুমিত কুমার রায়, ডোমকল মহকুমা খাদ্য নিয়ামক মুশির আহমেদ, ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাস, ডোমকল বিডিও স্যাম সুন্দর মিশ্র, ডোমকল সুপার হুমায়ন কবির, আইসি জতির্ময় বাগচী সহ আরো অনেকে।