Reported By:- Subham Roy
মধুমিতা সরকার (Madhumita Sarcar)সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ। ট্রেন্ডিং রিল ও নিত্যনতুন ফটোশুটের পাশাপাশি জীবনের বিভিন্ন মুহূর্ত অনুরাগীদের সাথে শেয়ার করে নেন তিনি। তবে মধুমিতার ট্রোলার ও হেটারের অভাব নেই। ফলে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে প্রায়ই সমালোচিত হন তিনি। তবে কাজের প্রয়োজনে বিভিন্ন লুকে ফটোশুট করে তা শেয়ার করেন মধুমিতা। সপ্তাহান্তে ইন্সটাগ্রামে আবারও নিজের নতুন ফটোশুটের ঝলক শেয়ার করলেন তিনি।