বাড়ির বাইরে পরপর দুটি বোমা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা

বাড়ির বাইরে পরপর দুটি বোমা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা

Reported By : Binay Roy
২৮ শে আগস্ট, সোমবার, মুর্শিদাবাদের ভরতপুর থানার সিজ গ্রামে রাত ১২টা ১০ মিনিটে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বাড়ির বাইরে পরপর দুটি বোমা বিস্ফোরণ করে দুষ্কৃতিরা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘন ধোঁয়ার মধ্যে দু'জনকে পালিয়ে যেতে দেখেন গ্রামবাসীরা। রবিবার গভীর রাতে মুর্শিদাবাদে ভরতপুর থানার সিজ গ্রামের ঘটনা। খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় ভরতপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ব্যবহৃত বোমার খোলা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সম্পূর্ণ ঘটনায় অভিযোগ উঠেছে এলাকার কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। স্থানীয় পঞ্চায়েত প্রধানের অভিযোগ- তাকে প্রাণে মারার উদ্দেশ্য নিয়ে রাতের অন্ধকারে কংগ্রেসের দুষ্কৃতিরা হামলা চালায় তার বাড়ি লক্ষ করে। এই ঘটনায় তৃণমূল দলের একাংশও জড়িত রয়েছে বলে অভিযোগ তুললেন সিজ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। ঘটনায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। পাশাপাশি এই বোমাবাজির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামবাসীর মধ্যে।

Leave a Reply

error: Content is protected !!