Reported By : Masud Rana
২৯ শে আগস্ট, মঙ্গলবার, বহরমপুরের অভিভাবকসম সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী আজ সড়কপরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গদকরি র সাথে বৈঠক করে আগামী দুর্গোৎসবের আগেই জেলার নির্মীয়মান একাধিক সেতু অতি দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় সম্পূর্ন করার আবেদন জানান এবং মাননীয় মন্ত্রী সে বিষয়ে লোকসভার বৃহত্তম বিরোধী দলনেতা অধীর বাবুকে আশ্বস্ত করেন।