বৃহস্পতিবার বহরমপুরের খাগড়া দূর্গাবাহিনী মহিলা পরিচালিত পুজো কমিটির নবমী পুজো শেষে শুরু হয় কুমারী পুজো। এদিন এলাকার ৫ বছর বয়সী এক কুমারীকে নিয়ে এসে মা দূর্গার পাশে বসিয়ে পুজো করা হয়। এই পুজো কমিটির দ্বিতীয় বর্ষের কুমারী পুজো এটি। পুজোর সময় সমস্ত নিয়মকানুন মেনে কুমারীকে নতুন শাড়ি কাপড়, গহনা, পড়িয়ে সুন্দর করে সাজিয়ে ফুলের মালা গলায় দিয়ে সুজজ্জিত ভাবে আসনে বাসিয়ে মন্ত্র উচ্চারনের মধ্যে দিয়ে পুজো সম্পন্ন করা হয়। এই মহিলা পরিচালিত পুজো কমিটি এবার মহিলা পুরোহিত দ্বারা পুজো করাচ্ছেন। মহিলা পুরোহিত দেবিকা রায় ব্যানার্জী জানিয়েছেন, মহিলা পুরোহিত হিসাবে তিনি প্রথম পুজো করছেন, দূর্গাবাহিনী কমিটির পুজো। তবে এই পুজো তার পেশা নয়৷ শ্বশুর মহাশয়ের সাহায্য নিয়েই ৪ দিন ধরে তিনি পুজো করে চলেছেন। তিনি বলেন আগামীতে এই কমিটি যদি আবার তাকে পুজো করতে ডাকেন তাহলে তিনি আসবেন। তাদের এই পুজোকে স্বাগত জানিয়েছে বহরমপুরবাসী।