Reported By : মোহাম্মদ জাকারিয়া
৩ রা সেপ্টেম্বর, রবিবার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও করণদিঘি বিধায়ক গৌতম পাল এর উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের পি.এইচ.ই দপ্তরের আর্থিক সহায়তায় উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রানীগঞ্জ পঞ্চায়েতের রানীগঞ্জে ও তার সংলগ্ন মৌজা গুলিতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নের শুভ সূচনা অনুষ্ঠানের আয়োজন করা রবিবার । আর্থিক বরাদ্দ ৫ কোটি ৯ লক্ষ ৩০ হাজার ৪ শো ৪০ টাকা। এর ফলে দুটি অঞ্চলের রানীগঞ্জ, পালসা ও চৌওনাগারা এই তিনটি মৌজার মানুষ উপকৃত হবে বলে জানা যায়।
একই দিনে ডালখোলা কলেজ মোড় থেকে থুকথুকিয়া ব্রিজ প্রায় ৬ কিমি পর্যন্ত রাস্তার মেরামত নির্মাণের উদ্বোধন করা হয়। প্রকল্পের আর্থিক বরাদ্দ ৯৪ লক্ষ ৮৫ হাজার ৭ শো ৮৪ টাকা।