দুই কোনডেলের উপরে উদ্ধার হল গাঁজা

দুই কোনডেলের উপরে উদ্ধার হল গাঁজা

Reported By : মোহাম্মদ জাকারিয়া
৪ ঠা সেপ্টেম্বর, সোমবার, ডালখোলা থানার পুলিশের বড়ো সফলতা গোপন সূত্রে খবর পেয়ে দুই কোনডেলের উপরে উদ্ধার হয় গাঁজা। আগরতলা থেকে দিল্লি যাচ্ছিল এই গাড়ি বলে জানা গেছে। 234 কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। ১ কেজি গাজার দাম আনুমানিক ৫ থেকে ৬ হাজার টাকা দর বলে মনে করা হচ্ছে, যার মোট আনুমানিক বাজার দাম প্রায় ১২ লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, আগরতলা থেকে দিল্লি পথে ডালখোলার পূর্ণিয়া মোড় থেকে গোপন সূত্রে খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ ২৩৪ কিলোগ্রাম গাজা উদ্ধার করে। উপস্থিত ছিলেন ডালখোলা মহকুমা পুলিশ আধিকারিক সৌময়ানন্দ সরকার। ডালখোলা থানার ও.সি দিব্যেন্দু দাস।

Leave a Reply

error: Content is protected !!