Reported By : মোহাম্মদ জাকারিয়া
৪ ঠা সেপ্টেম্বর, সোমবার, ডালখোলা থানার পুলিশের বড়ো সফলতা গোপন সূত্রে খবর পেয়ে দুই কোনডেলের উপরে উদ্ধার হয় গাঁজা। আগরতলা থেকে দিল্লি যাচ্ছিল এই গাড়ি বলে জানা গেছে। 234 কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। ১ কেজি গাজার দাম আনুমানিক ৫ থেকে ৬ হাজার টাকা দর বলে মনে করা হচ্ছে, যার মোট আনুমানিক বাজার দাম প্রায় ১২ লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে।