আর্থিক প্রতারণার অভিযোগ ওঠার পর নুসরত জাহান (Nusrat Jahan Ruhi) কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখলেও আবারও তিনি যথেষ্ট অ্যাকটিভ হয়ে উঠেছেন। সপ্তাহান্তে নুসরত আবারও নিজের ছবি শেয়ার করছেন ইন্সটাগ্রামে। বাদ যায়নি চলতি সপ্তাহও। রবিবার নুসরত নিজের নতুন কিছু ছবির ঝলক শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।
ছবিগুলিতে নুসরতের পরনে রয়েছে নিওন সবুজ ও হলুদ রঙের বিকিনি। বিকিনিটি হল্টারনেক। ঘাড়ে ও পিঠে বাঁধা রয়েছে হলুদ ফিতে। বিকিনির উপর সাদা রঙের নেটের জাম্পস্যুট পরেছেন নুসরত। জাম্পস্যুটটি ফুলস্লিভ। শর্ট জাম্পস্যুটের কোমরে দড়ি বাঁধা রয়েছে। জাম্পস্যুটটি যথেষ্ট ঢিলেঢালা। হালকা মেকআপ করেছেন নুসরত। ন্যুড শেডের আইশ্যাডোর ব্যবহার রয়েছে তাঁর চোখে। দুই চোখের কোল ভরেছে কাজলে। হালকা গোলাপি রঙের লিপস্টিকে ঠোঁট রাঙিয়েছেন নুসরত। চিকবোনে ব্যবহার করেছেন গোলাপি ব্লাশার। খোলা রয়েছে চুল। খোলা চুল কাঁধের একপাশে নিয়ে এসেছেন নুসরত। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নদীর ধারে দাঁড়িয়ে ছবিগুলি তুলেছেন নুসরত।