৩৫ টি প্রকল্পের মধ্যে লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী,বিধবা ভাতা,বাধ্যক ভাতা,কৃষক বন্ধু প্রকল্প পেতে উৎসাহ ছিল সবচেয়ে বেশি।শিবিরে ফর্ম ফিলাপ সহ অন্যান্য কাজে সহায়তার জন্য উপস্থিত ছিলেন বসন্তপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সোমা হাসান, উপপ্রধান রীতা দলুই, বসন্তপুর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শৈল পাত্র। এছাড়াও শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ও দলের কর্মীরা উপস্থিত ছিলেন শিবিরে আসা মানুষজনকে সহায়তা করার জন্য।
বসন্তপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সোমা হাসান জানান,' দুয়ারে সরকার ' শিবিরের ফলে সুবিধা হয়েছে স্থানীয়দের। সরকারি প্রকল্পের সুবিধা পেতে আর মানুষজনকে পঞ্চায়েত অফিসে, পঞ্চায়েত সমিতির অফিসে যাওয়ার প্রয়োজন নেই' ।
শিবিরে ছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবির ঘিরে এলাকায় উৎসাহ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের বসন্তপুর অঞ্চল সভাপতি শৈল পাত্র জানান, শিবিরে কেউ যাতে ফরম ফিলাপ সহ অন্যান্য কাজেও অসুবিধার মধ্যে না পড়েন সে মনে জন্য দলের পক্ষ থেকে কর্মীদের সাহায্য করার জন্য বলা হয়েছে।