ছাত্র -ছাত্রীদের কথায় গাছ আমাদের অক্সিজেন দেওয়ার পাশাপাশি কার্বনডাইঅক্সাইড গ্রহণ করার মাধ্যমে মহান পরিবেশ রক্ষার পাঠ দেয়। গাছ তার উপর সব অত্যাচার সহ্য করার মধ্য দিয়ে সহনশীলতার পাঠ দেয়, যেটার এখন বড়ো অভাব। গাছ ফল, মূল, পাতা, তক্তা সব কিছু দান করার মাধ্যমে আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সেজন্যই গাছ আমাদের মহান শিক্ষক।