সারা বাংলা জুড়ে জওয়ান জ্বরে আক্রান্ত শাহরুখ ভক্তরা

সারা বাংলা জুড়ে জওয়ান জ্বরে আক্রান্ত শাহরুখ ভক্তরা

Reported By:-  Binoy Roy

আজকে রিলিজ হচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা জওয়ান। আর সেই রিলিজ ঘিরে অভিনেতার ফ্যানদের উন্মাদনার শেষ নেই। বলা যেতে পারে, সারা বাংলা জুড়ে জওয়ান জ্বরে আক্রান্ত শাহরুখ ভক্ত রা। আজকে সকালে সেই জ্বরের ঢেউ বহরমপুর জুড়ে। বহরমপুরে মোহন মলে সিনেমা হলে অভিনব উপায়ে দিনটিকে উৎযাপন করলেন বহরমপুর শহরের ফ্যানদের এক অংশ। এদিন সকাল থেকে টিকিটের জন্য লম্বা লাইন পড়ে। ফ্যানদের দলের সদস্যরা পড়েছিলেন শাহরুখ খানের ছবি সম্মিলিত সাদা টি শার্ট। কাটা হয় কেক। হল চত্বরে উপস্থিত সকল দর্শকের মধ্যে সেই কেক বিলি করাহয়। সঙ্গে ছিল প্রায় ১২ফুট দৈর্ঘ্যের শাহরুখ খানের কাট আউট। শাহরুখের বহরমপুর ফ্যান ক্লাবের সদস্যরা সকলকে হলে গিয়ে ছবিটি দেখার অনুরোধ করেন।

Leave a Reply

error: Content is protected !!