Reported By :- Masud Rana
গোপন সূত্রে খবরের ভিত্তিতে কাটাকোপরা বাজারের কাছে অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। তার পরেই 24 বছররের যুবক আলী হাসান সেখ রাজু নামে একজনকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির বাড়ি রায়পুর চুয়াপাড়া এলাকায়। তার কাছে থেকে একটি পাইপগান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধৃত ওই ব্যক্তিকে পাঁচদিনের পুলিশি হেফাজত চেয়ে বহরমপুর আদালতে পেশ করা হয়। তবে এই আগ্নেয়াস্ত্রর সাথে কারা জড়িত এবং কোথায়, কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।