Reported By:- Subham Roy
বর্তমান সময়ে বলিউডের সঙ্গে মিলেমিশে একাকার হয়েছে দক্ষিণী চলচ্চিত্র জগৎও। এর দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি থেকে উঠে এসে বর্তমানে বলিউডে যারা রাজ করছেন, তাদের মকধ্যে অন্যতম হলেন অভিনেত্রী তমন্না ভাটিয়া (Tamanna Bhatia)। এই সুন্দরী অভিনেত্রী বর্তমানে গোটা দেশে পরিচিতি লাভ করেছেন। রূপের আগুন থেকে অভিনয়ের দক্ষতা, সবেতেই ‘এ-ক্লাস’ তমন্না। শুধুই অভিনয় জগতে কেরিয়ার গড়েননি তামান্না। পাশাপাশি মডেলিংয়ের জগতেও সফল তাঁর কেরিয়ার। তাই চর্চার কেন্দ্রবিন্দুতে অনেকসময়ই উঠে আসেন এই অভিনেত্রী। আর এবার এক অন্য কারণে চর্চায় উঠে এলেন এই দক্ষিণী নায়িকা। এবার তাকে আপত্তিজনকভাবে স্পর্শ করার একটি ঘটনা সামনে এল। যদিও এসব বিষয়ে বিনোদন জগতে হামেশাই হয়ে থাকে। প্রায়ই কোনো না কোনো অভিনেত্রীকে এই বিষয়ে মুখ খুলে চর্চায় উঠে আসতে দেখা যায়। কখনো অভিযোগ থাকে সহ-অভিনেতার বিরুদ্ধে, কখনো আবার পরিচালক বা প্রোডিউসারের বিরুদ্ধে। বিশেষ করে ‘মি-টু’ চালু হওয়ার পর বিষয়টি অনেকটাই খোলসা হয়েছে।