উপস্থিত এলাকার বিশিষ্ট সমাজসেবী সেখ সামসুল। চল্লিশা মহরম কমিটির সম্পাদক মাইনুল হক, সভাপতি ইজাহার হুসেন, কোষাধ্যক্ষ মসিউর রহমান, জেলা পরিষদের প্রাক্তন সদস্য মোহন লাল সিংহ, বিশিষ্ট সমাজসেবী আবদুল ওয়াহাব। সহ আরো অনেকেই। চল্লিশা মহরম কমিটির সম্পাদক মাইনুল হক জানিয়েছেন এদিন মালদা জেলার পঞ্চানন্দপুর থেকে আগত টিম খেলায় অংশগ্রহণ করে। সমাজসেবী সেখ সামসুল জানিয়েছেন প্রতি বছরের ন্যায় এই বছরেও রসাখোয়াতে চল্লিশা মহরম খেলার আয়োজন করা হয়।