বাঘরোল বা মেছোবাঘ মাঝারি আকারের বিড়াল গোত্রীয় বন্য প্রাণী।জন ঘনবসতি স্থাপন, কৃষি জমিতে রুপান্তর ও অন্যান্য কারণে বাঘরোলের আবাসস্থল জলাভূমি গুলো দিন দিন সংকুচিত ও হ্রাস পাওয়াই মূল কারণ,তাই আই - ইউ - সি- এন ২০০৮ সালে বাঘরোল বা মেছোবাঘ কে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করে।