উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বাসস্ট্যান্ডে পাশে নবনির্মিত শৌচালয়, করণদিঘী পঞ্চায়েত সমিতির সামনের টয়লেট, ওয়াশরুম, করণদিঘীর নানা আহার শ্মশান চুল্লি ও বিশ্রামাগার, দোমোহনা পঞ্চায়েতের গোপালপুর বিশ্রামাগার এই চারটি কাজের শুভ উদ্বোধন হয় রবিবার। উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার পরিষদের সভাধিপতি পম্পা পাল, সাথে উপস্থিত ছিলেন করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল, করণদিঘী ব্লকের বিডিও নিতিশ তামাং, ১৪ নম্বর জেলা পরিষদের সদস্যদের প্রতিনিধি কৃষ্ণ সিংহ, করণদিঘী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি খগেন দাস, ব্লক সহ সভাপতি শ্যামলাল মাহাতো, বিভিন্ন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ আরো অনেকেই।