Reported By:- Binoy Roy
মঙ্গলবার মুর্শিদাবাদে লালবাগ উপ- সংশোধনাগারে দলের কর্মীদের সঙ্গে দেখা করতে গেলেন কংগ্রেস নেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উল্লেখ্য- সম্প্রতি রানীনগরে থানা ভাঙচুর ও তৃণমূল কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস সভাপতি কুদ্দুস আলী সহ মোট ৩৬ জনকে গ্রেফতার করেছে রানীনগর থানার পুলিশ। ঘটনায় ধৃত কংগ্রেস কর্মীদের বর্তমানে রাখা হয়েছে লালবাগ উপ- সংশোধনাগারে। সেখানে মূলত আজ অধীর বাবু উকিলকে নিয়ে যান দলের কর্মীদের সাথে কথা বলতে। তবে সেখানে তাকে সেভাবে কথা বলার কোনো সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। বরং এমন বন্দোবস্ত করা হয়েছে সেখানে- যেন কাশ্মীরের কোনো সন্ত্রাস বাদীর সাথে দেখা করতে গিয়েছেন তিনি। স্বাভাবিকভাবে এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।