উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভার সংসদ দেবশ্রী চৌধুরী, ডালখোলা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ গোস্বামী, করণদিঘি ১ নম্বর মন্ডল কমিটির সভাপতি কল্যাণ কুমার সিনহা, করণদিঘি ২ নম্বর মন্ডল কমিটির সভাপতি আপিল কুমার সিংহ, ডালখোলা শহর সভাপতি ভজন দে, সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা।