বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি বললেন, এটাই হলো দিদির বাংলা। দিদি স্পেনে গিয়ে দেখাবেন কি করে বাংলার মধ্যে লুটপাট করে বেড়ায় তিনি। বাংলার কোন হাসপাতালে ডাক্তার থাকেনা নার্সেরাই হাসপাতাল গুলি। এছাড়াও তিনি আরো বললেন চারিদিকে লুটপাট, দাঙ্গা, মারামারি চারিদিকে পুলিশ থাকা সত্ত্বেও লুটপাট চালাচ্ছে তৃণমূল দল তার সাথে সাথ দিচ্ছে পুলিশ।