উপস্থিত ছিলেন শেরশাবাদিয়া বিকাশ পরিষদের রাজ্যে সভাপতি আবদুল ওয়াহাব, উত্তর দিনাজপুর জেলা
শেরশাবাদিয়া বিকাশ পরিষদের সভাপতি মতিউর রহমান, জেলা শেরশাবাদিয়া বিকাশ পরিষদের সম্পাদক সাত্তার আহমেদ, কোষাধ্যক্ষ আতাউর রহমান মাদানী, সংগঠনের অন্যতম মুখ মোতাললিম মাদানী, ব্লক সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন, ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আবদুর রহিম, ব্লক সম্পাদক সেরাজুল ইসলাম, মোহাম্মদ শাহাবুদ্দিন, আবদুল কাদের, মহম্মদ বিন তুগলক, আজাদ আলী সহ সংগঠনের অন্যান্যরা।