Reported By : মোহাম্মদ জাকারিয়া
১৭ ই সেপ্টেম্বর, রবিবার, শেরশাবাদিয়া বিকাশ পরিষদ, উত্তর দিনাজপুর জেলা কার্যকরী কমিটি, জেলা উপদেষ্টা মন্ডলী ও উত্তর দিনাজপুর জেলার সমস্ত সংশ্লিষ্ট ব্লক কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে একটি যৌথ সভা ও পঞ্চায়েত নির্বাচনে জয়ী শেরশাবাদিয়া জন প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয় রবিবার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের বিকৌর এ অবস্থিত নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজে।