লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ হওয়ায় বহরমপুরে বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে লাড্ডু বিতরণ কর্মসূচি

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ হওয়ায় বহরমপুরে বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে লাড্ডু বিতরণ কর্মসূচি

Reported By : Binay Roy
২০শে সেপ্টেম্বর, বুধবার, লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ হওয়ায় মুর্শিদাবাদের বহরমপুরে বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে লাড্ডু বিতরণ কর্মসূচি। মঙ্গলবার সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন এই বিল পেশ করা হয়। 'নারী শক্তি বন্দন অধিনিয়াম' নাম এই বিলের। এর মাধ্যমে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। আর এই জন্যই বুধবার বিকেলে বহরমপুর বিজেপি জেলা কার্যালয়ের সামনে মহিলা মোর্চার জেলা সভানেত্রী সুস্মিতা চৌধুরী সহ অন্যান্য বিজেপি মহিলা কর্মীরা পথ চলতি সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন। সুস্মিতা চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই বিল পেশে নারীদের শক্তি আরও বৃদ্ধি পাবে।

Leave a Reply

error: Content is protected !!