“কৌশাম্বী” পুজোর আগে দিনে ১৪ ঘন্টাই শুটিং করছেন !

“কৌশাম্বী” পুজোর আগে দিনে ১৪ ঘন্টাই শুটিং করছেন !

Reported By:- Subham Roy

বৃষ্টিকে সঙ্গে নিয়েই পুজোর দিকে এগিয়ে চলেছে সময়। সেপ্টেম্বর কাটলে অক্টোবরেই দূর্গাপুজো। বৃষ্টি মাথায় নিয়েই সুযোগ পেলে কেনাকাটায় বেরিয়ে পড়ছে মানুষ। পুজো আসতে যে আর বেশিদিন বাকি নেই। কিন্তু সকলে যখন কেনাকাটা করতে ব্যস্ত, তখন মন খারাপ করে বসে রয়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। কাজের চাপে তিনি না পাচ্ছেন ছুটি আর না যেতে পারছেন না শপিংয়ে। সংবাদ মাধ্যমের কাছে মনের ক্ষোভটাই উগরে দিলেন কৌশাম্বী। অভিনেতা অভিনেত্রীদের জীবন সহজ নয়, একথা সকলেই জানেন। বিশেষ করে মেগা সিরিয়ালের নায়ক নায়িকারা তো শ্বাস ফেলারও যেন ফুরসত পান না। প্রায় প্রতিদিনই শুটিং থাকে তাদের। আর পুজোর আগে আগে তো ব্যস্ততা আরো বেশি। একটানা কাজের পর দূর্গাপুজোর কটা দিন নিজেদের জন্য পান অভিনেতা অভিনেত্রীরা। তবে তার জন্য আগে থেকে বেশি বেশি শুটিং করে এপিসোড ব্যাঙ্কিং করে রাখতে হয়। সেই কাজই শুরু হবে বলে জানান কৌশাম্বী।

Leave a Reply

error: Content is protected !!