প্রকাশিত হল ‘ডারউইনের চিঠি’

প্রকাশিত হল ‘ডারউইনের চিঠি’

Reported By : News Desk
২৪শে সেপ্টেম্বর, রবিবার, প্রতিভাস বুক স্টোরে প্রকাশিত হয়ে গেল কবি ও সাহিত্যিক অরিজিৎ চক্রবর্তীর উপন্যাস 'ডারউইনের চিঠি'। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক অমর মিত্র, সাহিত্যিক রণবীর পুরকায়স্থ, কবি ও চিত্র সমালোচক দেবাশিস চন্দ।

আছে সুখ, আছে সুখের বিষাদ। আর তা থেকেই জন্ম নেয় ক্লান্তি, নাগরিক ক্লান্তি, কোলাহলের ক্লান্তি, কলরবের ক্লান্তি। সেই ক্লান্তি খসে পড়ার একটাই উপায় পালিয়ে যাওয়া। ততক্ষণ পালাতে থাকা যতক্ষণ না পৌঁছানো যায় প্রকৃতির আদিম গহীনে। ততক্ষণ খুঁজতে থাকা যতক্ষণ না সুখের বদলে পাশে এসে বসে শান্তি। উপন্যাসের নায়ক সম্মোহ এভাবেই পালিয়ে এসেছে।

জঙ্গলের মাঝে গড়ে নিয়েছে নতুন আবাস। পোশাকি নাম হোমস্টে। সম্মোহের বুকে বয়ে চলে লীমা। একটা দুটো নুড়ির মতো তীরে এসে ভিড়তে থাকে লালু কাকা, বুলির মা, সত্যজিতের মত জীবন। আর আসে নন্দিনী। নন্দিনীর আড়ালে জমতে থাকা অব্যক্তরা।

'ডারউইনের চিঠি' এমনি এক বুনন উপন্যাস। সেখানে আছে পলায়ন, অবগাহন, উত্তরণ। অতিথিদের বক্তব্য, গান এবং কবিতাপাঠের মধ্যে দিয়ে শেষ হল অরিজিত চক্রবর্তীর বই প্রকাশ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নাসরিন নাজমা ও ধৃতি চ্যাটার্জী।

Leave a Reply

error: Content is protected !!