আছে সুখ, আছে সুখের বিষাদ। আর তা থেকেই জন্ম নেয় ক্লান্তি, নাগরিক ক্লান্তি, কোলাহলের ক্লান্তি, কলরবের ক্লান্তি। সেই ক্লান্তি খসে পড়ার একটাই উপায় পালিয়ে যাওয়া। ততক্ষণ পালাতে থাকা যতক্ষণ না পৌঁছানো যায় প্রকৃতির আদিম গহীনে। ততক্ষণ খুঁজতে থাকা যতক্ষণ না সুখের বদলে পাশে এসে বসে শান্তি। উপন্যাসের নায়ক সম্মোহ এভাবেই পালিয়ে এসেছে।