Reported By : News Desk
কলকাতা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ - এ গ্যালারি ও নিউ সাউথ - বি গ্যালারিতে ২৮শে সেপ্টেম্বর ২০২৩ থেকে ৬ অক্টোবর ২০২৩ পর্যন্ত অনুপম হালদারের এক বৈচিত্র্যময় একক প্রদর্শনী হতে চলেছে। ২৮শে সেপ্টেম্বর থেকে ৬ই অক্টোবর এই নয়দিনব্যাপী এই প্রদর্শনী চলবে।
ললিত কলা অ্যাকাডেমির (নিউ দিল্লি) ৬৩ তম জাতীয় আর্ট প্রদর্শনী, বিড়লা অ্যাকাডেমির বার্ষিক প্রদর্শনী, পশ্চিমবঙ্গ সরকারের চারুকলা উৎসব অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের প্রদর্শনী সহ ভারতবর্ষের বহু আর্ট গ্যালারির ফটোগ্রাফিক কম্পিটিশনে বহু পুরস্কার প্রাপক ও বিভিন্ন পত্র পত্রিকায় তার ছবি নিয়মিত স্থান পেয়েছে।