প্রদান করা হয় বাংলার গর্ব সম্মান,লালন পুরস্কার ,রবীন্দ্র সম্মান। সম্মানিত হন অনেক কবি, সাহিত্যিক, শিল্পী। সমগ্ৰ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন - কবি, সাহিত্যিক , সাংবাদিক -বরুণ কুমার চক্রবর্তী। সভাপতি ছিলেন অজয় ভট্টাচার্য্য , সহ সভাপতি - রবিলোচন গোস্বামী, চ্যয়ারম্যন- নিমাই চন্দ্র ঘোষ, সহ- চেয়ারম্যান- সুশান্ত কেউবা, মুখ্য উপদেষ্টা- সেঁজুতি গোস্বামী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্রিগেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায় , এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (কলকাতা) গৌতম কুমার দাস ও অভিনেতা নীলাভ রায়, স্বর্ণ পদক প্রাপ্ত কবি নীহার রঞ্জন দেবনাথ, প্রাক্তন এ.ডি.পি.ও - সরস্বতী মন্ডল, (কুমুদরঞ্জ মল্লিক অনুরাগী) মহাশ্বেতা বন্দোপাধ্যায়, কবি, সাহিত্যিক , সাংবাদিক বেবি চক্রবর্তী, দিলীপ কুমার প্রামাণিক (কবি, সাহিত্যিক), শংকর হালদার শৈলবালা( বাঙালি লেখক সাংসদের (সম্পাদক), দেবিকা বন্দোপাধ্যায় ( বাচিকশিল্পী)।