Reported By : মোহাম্মদ জাকারিয়া
৩০ শে সেপ্টেম্বর, শনিবার, উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের কান্তিরপা এন. কে সিনিয়র মাদ্রাসার বিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ জমিরুদ্দিন মহাশয়ের কর্ম জীবনের পরিসমাপ্তির দিন উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার। বিদায়ী শিক্ষক মোহাম্মদ জমিরুদ্দিন মহাশয় জানান তিনি ১৯৮৯ সালে এই মাদ্রাসার যোগদান করেন। এবং আজ ৩৩ বছর ১০ মাস ১৫ দিন। কান্তিরপা এন. কে সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল মালেক জানান আজ এই মাদ্রাসার শিক্ষক জমিরুদ্দিন সাহেবের কর্ম জীবনের পরিসমাপ্তির দিন। তার বিদায়ের শূন্যস্থান পূরণ করা আমাদের পক্ষে ভীষণ কষ্টকর। বিদায় দিবস উপলক্ষে আলোচনা ও বক্তৃতার আয়োজন করা হয়। বিদায়ী শিক্ষক মোহাম্মদ জামির উদ্দিন মহাশয়ের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে শোনানো হয়। এবং সহকারী শিক্ষকগণ তার উদ্দেশ্যে বক্তব্যের মাধ্যমে বিভিন্ন স্মৃতিচারণা করেন। এ সময় এক আবেগময় পরিস্থিতির লক্ষ্য করা যায়। বক্তৃতা, কবিতা আবৃত্তি, গজল সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত উপস্থিত ব্যক্তিরা জানিয়েছেন এ ধরনের অনুষ্ঠান এই মাদ্রাসায় ঐতিহ্যকে সমুন্নত রাখার পাশাপাশি ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মাঝে ঐতিহ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে।