Reported By : News Desk
কোলকাতা (৩ অক্টোবর '২৩):- "দাবা খেলায় কিস্তিমাত করার থেকেও অনেক শক্ত বিশেষ মুহূর্তের কোনো ছবি তোলা," বলে আজ নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া।
দিব্যেন্দু বড়ুয়া আজ কোলকাতার অ্যাকাডেমী অব ফাইন আর্টস-এর 'নিউ সাউথ এ' এবং নিউ সাউথ বি' গ্যালারিতে আলোকচিত্রী অনুপম হালদার-এর 'সৃজনাত্মক আলোকচিত্র প্রদর্শনী' ঘুরে দেখার পর সাংবাদিকদের সাথে আলোকচিত্র প্রদর্শনী সম্পর্কিত নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে এই কথা জানান।