Reported By : Binay Roy
৪ঠা অক্টোবর, বুধবার, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গা ভাঙনে প্রত্যেকদিন তলিয়ে যাচ্ছে বিঘার বিঘা জমি। ইতিমধ্যে ঘরবাড়ি ছাড়া হয়েছে প্রায় এক শতাধিক পরিবার। অন্যদিকে মুর্শিদাবাদ- জিয়াগঞ্জ ব্লকে কাটি গঙ্গার কার্জেন গেটের সমস্যায় প্রতি বছর বেশকিছু গ্রাম প্লাবিত হয় বর্ষায়। এদিকে সামান্য বৃষ্টিতে জল নিকাশি ব্যবস্থার দুরবস্থার কারণে জলমগ্ন হয়ে পড়ছে বহরমপুর শহর। মূলত এই সমস্ত বিষয়ে এই ভরা বর্ষায় সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে বুধবার বহরমপুরে জেলা ইরিগেশন দপ্তরে ডেপুটেশন দেওয়া হ'ল জেলা কংগ্রেসের পক্ষ থেকে। অবিলম্বে এই সমস্ত বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা নাহলে আগামীতে ওই সরকারি দপ্তর ঘেরাও করার রীতিমতো হুশিয়ারি দেওয়া হ'ল কংগ্রেসের পক্ষ থেকে।