Reported By : Binay Roy
৫ই অক্টোবর, বৃহস্পতিবার, বহরমপুরের খাগড়া শ্মশানঘাটের রাস্তায় প্রবল বৃষ্টিতে নামল ধস। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর লালবাগ যাওয়ার রাস্তার উপর শ্মশান ঘাটের সামনের রাস্তায় ধস নামে। ঘটনায় রাস্তা চলতি মানুষ আতঙ্কিত। ফলে ওই রাস্তা দিয়ে মানুষজন চলাচল করতে ভয় পাচ্ছে। যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ এলাকার মানুষের। এলাকার মানুষের আরও অভিযোগ, কেএমডিএ এর জল প্রকল্পের কাজ শুরু হয় বেশ কিছুদিন আগেই। রাস্তা খুঁড়ে কাজ করার ফলে রাস্তার মাটি আলগা হয়ে যায়, গত দুদিনের বৃষ্টিতে শুরু হয় ধস নামতে। বহরমপুর পৌরসভার বিরোধী দলনেতা তথা চার নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর হিরো হালদার জানিয়েছেন, পৌরসভার উদাসীনতার ফলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। পৌরসভা যদি এখনই ব্যবস্থা না নেই তাহলে যে কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসে।