Reported By : News Desk
কলকাতাঃ ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর, ২০২৩ পর্যন্ত ধানুকা ধুন্সেরি দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল চতুর্থ DD-DBCA ওপেন ফিড রেটিং দাবা টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টে ৪টি রাজ্যের মোট ১৯০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন জি এম দীপ্তায়ন ঘোষ।