Reported By : Binay Roy
৯ ই অক্টোবর, সোমবার, ২০১৩ সালে ঘটে যাওয়া কামদুনির ধর্ষণ কান্ডে অভিযুক্তদের বেকসুর খালাস হওয়ার প্রতিবাদে বহরমপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল করা হল সোমবার। মিছিলটি সারা শহর পরিক্রমা করে। মিছিলে কংগ্রেস কর্মী ও সমর্থক রা উপস্থিত ছিলেন। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, কামদুনির ঘটনা সারা বাংলাকে প্রভাবিত করে। কামদুনিবাসীদের পাশে বরাবর ন্যায় বিচার চেয়ে কংগ্রেস ছিল। আগামীতেও থাকবে। রাজ্য সরকারের উদাসীনতায় তথ্যের অভাবে অভিযুক্তদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশ মতাবেক এই মিছিল এদিন করা হয়েছে।