রাস্তায় দুধ ফেলে বিক্ষোভ দেখালেন মুর্শিদাবাদের দুগ্ধ চাষিদের একাংশ

রাস্তায় দুধ ফেলে বিক্ষোভ দেখালেন মুর্শিদাবাদের দুগ্ধ চাষিদের একাংশ

Reported By : Binay Roy
১০ ই অক্টোবর, মঙ্গলবার, বহরমপুর থানার সাটুই বাজারে রাস্তায় দুধ ফেলে বিক্ষোভ দেখালেন মুর্শিদাবাদের দুগ্ধ চাষিদের একাংশ। । মঙ্গলবার বহরমপুর থানার সাটুই বাজারে রাস্তার মধ্যে দুধ ফেলে প্রতিবাদ জানান তারা। পরে
বিক্ষোভ দেখান দুগ্ধ চাষিরা। একই সঙ্গে তাঁরা রাস্তা অবরোধও করেন । তাঁদের অভিযোগ, জেলায় প্রচুর দুগ্ধ চাষি আছেন। দুধ বিক্রি করেই তারা জীবনযাপন করেন। কিন্তু হঠাৎই চাষিদের কাছ থেকে দুধ কেনা বন্ধ করে দিয়েছে ভাগীরথী মিল্ক ইউনিয়ন। এতে সমস্যায় পড়েছেন চাষিরা। তাদের আরও অভিযোগ, নানা অছিলায় ভাগীরথী মিল্ক ইউনিয়নকে বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। এরই প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন ভাগীরথী মিল্ক ইউনিয়নের বিভিন্ন সমবায়ের সদস্যরা। সম্প্রতি বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্ব ভাগীরথী মিল্ক ইউনিয়নকে বাঁচাতে আন্দোলন করা হয়। প্রশাসন চাষিদের নিয়ে কোনও ভাবনা চিন্তা করছে না বলে এদিন অভিযোগ তোলেন তারা। যদিও এনিয়ে জেলা শাসক বা ভাগীরথী মিল্ক ইউনিয়নের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

error: Content is protected !!