Reported By : Binay Roy
১০ ই অক্টোবর, মঙ্গলবার, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। একের পর অপরাধ হয়ে যাচ্ছে। অথচ অপরাধীরা ধরা পড়ছে না। পুলিশ প্রশাসন তৃণমূল দলের দলদাসে পরিণত হয়েছে। এই অভিযোগ তুলে ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হল। মঙ্গলবার মিছিল টি বহরমপুর শহর পরিক্রমা করে। ছাত্র পরিষদের সকল সদস্য মিছিলে উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ, রাজ্য জুড়ে নানা অসামাজিক কার্যকলাপ চলছে। সম্প্রতি কলকাতার নিউ টাউনে এক ছাত্র কে খুন করা হয়েছে থানার অনতি দূরে। অথচ পুলিশ প্রশাসন উদ্যোগ নিচ্ছে না অপরাধীদের ধরার। রাজ্যে আইন বলে কিছু নেই। তাই পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেন সদস্যরা।