করণদিঘী পঞ্চায়েত সমিতির  স্থায়ী কর্মাধ্যক্ষ গঠন

করণদিঘী পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ গঠন

Reported By : মোঃ জাকারিয়া
১১ ই অক্টোবর, বুধবার, উত্তর দিনাজপুর জেলার করণদিঘী পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ গঠন করা হয় বুধবার। এদিন মোট ৯ জন স্থায়ী সমিতির দায়িত্ব পান। করণদিঘী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি খগেন দাস জানান আজ শান্তিপূর্ণভাবে করণদিঘী পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ গঠন করা হয়। যারা দায়িত্ব পেয়েছেন তারা আগামী দিনে ভালো ভাবে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন। করণদিঘী পঞ্চায়েত সমিতির নবনিযুক্ত এক কর্মাধ্যক্ষ জানান আজ করণদিঘী কর্মদক্ষ গঠনের প্রক্রিয়া ছিল, তার শান্তি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে।

জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতি দায়িত্ব পান রেজাউল করিম, পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতির মোকসেদুল হক, কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির দায়িত্ব পান অতসী সরকার, শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির দায়িত্ব পান সাবিনা খাতুন, শিশু ও নারী উন্নয়ন জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতির দায়িত্ব পান তৃপ্তি বালা, বোন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির দায়িত্ব পান পূর্ণিমা সিনহা, মৎস্য ও প্রাণি সম্পদ বিকাশ স্থায়ী সমিতির দায়িত্ব পান মুক্তার আলম, খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির দায়িত্ব পান প্রভাত সিনহা, ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও অচিরাচিতা শক্তির স্থায়ী সমিতির দায়িত্ব পান বলাই হাজদা।

Leave a Reply

error: Content is protected !!