Reported By : Binay Roy
১১ ই অক্টোবর, বুধবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি বললেন, তৃণমূলের জামানায় সংবাদ মাধ্যমের ওপর নির্মম নিষ্ঠুর অত্যাচার একবার নয় বারবার ঘটেছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জেলে যেতে হয়েছে, মার খেতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। আর আজকে তাদেরকে যখন কোর্টে যেতে হচ্ছে মিডিয়া ট্রায়ালের নামে তখন এটা বুঝতে হবে যে বাংলায় আজও সত্যনিষ্ঠ প্রগতিশীল সৎ সংবাদ মাধ্যমের একটা অংশ বেঁচে আছে। তাই আজকে এই সরকারের কর্তা ব্যক্তিদের মিডিয়া ট্রায়ালের নামে মিডিয়াকে এবং মিডিয়ার স্বাধীনতাকে গলা টিপে হত্যা করার লক্ষ্যে তারা কোর্টের দারস্থ হয়েছে। নির্লজ্জ সরকার কেন মিডিয়া ট্রায়ালকে ভয় পাচ্ছে যদি তাদের মধ্যে সততা থেকেই থাকে।