রেলের ভাড়া পরিবর্তন করার দাবিতে খাগড়াঘাট স্টেশন চত্বরে প্রতীকী অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি

রেলের ভাড়া পরিবর্তন করার দাবিতে খাগড়াঘাট স্টেশন চত্বরে প্রতীকী অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি

Reported By : Binay Roy
১২ ই অক্টোবর, বৃহস্পতিবার, রেল মন্ত্রক রেলের উন্নয়নের জন্য সদা সর্বদা ব্যস্ত। অথচ বিগত প্রায় দেড় বছরের বেশি সময় ধরে এক স্টেশন থেকে আরেক স্টেশন যাওয়ার জন্য ৩০ টাকা দিতে হচ্ছে প্রতিনিয়ত। ১০ টাকা থেকে যে ভাড়া বর্ধিত করে ৩০ টাকা করা হয়েছিল করোনা সময় কালে। সেই ভাড়ার পরিবর্তন কেন করা হ’ল না এখনও পর্যন্ত- মূলত এই দাবি সহ যাত্রী সাধারণের হয়ে একাধিক দাবিদাওয়ার ভিত্তিতে বহরমপুরে খাগড়াঘাট রেল স্টেশনের স্টেশন মাস্টারকে একটি স্মারকলিপি জমা দেওয়া হ’ল বৃহস্পতিবার। একজন জনপ্রতিনিধি হিসেবে এদিন এই cipf-es.org ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র ও কাটোয়া- আজিমগঞ্জ রেলওয়ে প্যাসেঞ্জার এসোসিয়েশনের সভাপতি সহ সকল সদস্যরা। এদিন এই ডেপুটেশন কর্মসূচির পাশাপাশি খাগড়াঘাট স্টেশন চত্বরে প্রতীকী অবস্থানও করেন আন্দোলনকারীরা।

Leave a Reply

error: Content is protected !!